পাদটীকা/প্রান্তটীকা

নথিতে একটি পাদটীকা বা প্রান্তটীকা সন্নিবেশ করা হয়। টীকার জন্য নোঙ্গর বর্তমান কার্সার অবস্থানে সন্নিবেশ করা হয়। আপনি স্বনির্বাচিত প্রতীক এবং স্বয়ংক্রিয় সংখ্যায়নের মাঝে একটিকে বেছে নিতে পারেন।

নিম্নোক্তটি পাদটীকা এবং প্রান্তটীকা উভয়েই প্রয়োগ করা হবে।

পাদটীকা পৃষ্ঠার শেষে, এবং প্রান্তটীকা নথির শেষে সন্নিবেশ করানো হয়।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

Choose Insert - Footnote and Endnote - Footnote or Endnote

প্রাসঙ্গিক মেনু খুলুন - পাদটীকা/প্রান্তটীকা (সন্নিবেশকৃত পাদটীকা/প্রান্তটীকা) নির্বাচন করুন

সন্নিবেশ টুলবার খুলুন, ক্লিক করুন

আইকন

সরাসরি পাদটীকা সন্নিবেশ করুন


সংখ্যায়ন

সংখ্যায়ন নির্বাচন করুন যা আপনি পাদটীকা এবং প্রান্তটীকার জন্য ব্যবহার করতে চান।

স্বয়ংক্রিয়

আপনার সন্নিবেশকৃত পাদটীকা বা প্রান্তটীকায় স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক নম্বর প্রদান করে। স্বয়ংক্রিয় সংখ্যায়নের সেটিং পরিবর্তন করতে চাইলে, টুল - পাদটীকা/প্রান্তটীকানির্বাচন করুন।

অক্ষর

বর্তমান পাদটীকার একটি অক্ষর বা প্রতীক ব্যাখ্যা করতে এই অপশনটি নির্বাচন করুন। এটি একটি বর্ণও হতে পারে আবার নম্বরও হতে পারে। একটি বিশেষ অক্ষর সন্নিবেশ করতে, নিচের বোতামে ক্লিক করুন।

Choose

একটি পাদটীকা বা প্রান্তটীকা নোঙ্গর হিসেবে একটি বিশেষ অক্ষর সন্নিবেশ করা হয়।

ধরন

একটি পাদটীকা বা প্রান্তটীকা কোথায় বসানো হবে তা নির্বাচন করুন। পাদটীকা সংখ্যায়ন প্রান্তটীকা সংখ্যায়ন হতে ভিন্ন।

পাদটীকা

নথির বর্তমান কার্সার অবস্থানে একটি পাদটিকা সন্নিবেশ করান, এবং পৃষ্ঠার নিচে একটি পাদটিকা যুক্ত করুন।

প্রান্তটীকা

নথির বর্তমান কার্সার অবস্থানে একটি প্রান্তটীকা সন্নিবেশ করা হয়, এবং নথির শেষে একটি প্রান্তটীকা যুক্ত করা হয়।

প্রান্তটীকাসমূহের সাথে কাজ করার পরামর্শ